sliderস্থানীয়

বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মো:শাকিল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, বদলগাছী প্রেসক্লাব এর সাবেক সভাপতি আবু সাইদ ও থানা প্রতিনিধি এস.আই. মনিরুল ইসলাম প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সাইদুল ইসলাম’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button