Uncategorized

বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে একদিনে দু’ মেয়র প্রার্থীসহ ১৪জনের মনোনয়ন পত্র দাখিল

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে একদিনে দু’ মেয়র প্রার্থীসহ ১৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত আহাসানুল হক চৌধুরী টুটুল ও স্বতন্ত্র অধ্যাপক আজিজুল হক। এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন সাধারণ কাউন্সিলর পদে ৭জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫জন।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনীয়ার কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের সাথে ছিলেন নেতা-কর্মী-সমর্থকরা। সহকারী রিটার্নিং অফিসার জানিয়েছেন- বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে এ পর্যন্ত ৪৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে ১৪জন প্রার্থী এদিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button