sliderস্থানীয়

বদরগঞ্জ পৌরমেয়রের ভাতিজাসহ ৮ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউপিমেম্বার আইয়ুব আলী ওরফে জান্টু মেম্বারের বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পৌরমেয়র উত্তম সাহার ভাতিজা বিধান সাহাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন- পৌরশহরের বালুয়াভাটা এলাকার প্রফেসরপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে এনদাদুল হক এনদা(৪৫), মেনহাজুল ইসলামের ছেলে তারাজুল ইসলাম(৩৫) ও মোহাম্মদ আলী(২৮), লিচুবাগান এলাকার আফজাল হোসেনের ছেলে নূরুল আমিন(৫০), জামুবাড়ি এলাকার সরদারপাড়ার শমসের আলীর ছেলে খলিলুর রহমান(২৮), গরুহাটি এলাকার জহির উদ্দিনের ছেলে ইসমাঈল হোসেন(৩৮) ও লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকার চৌকিদারপাড়ার আব্দুল মালেকের ছেলে হুমায়ুন কবীর(৩৫)।
এঘটনায় এসআই আখতার হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় জুয়া আইনে জান্টু মেম্বারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় লোহানীপাড়া ইউনিয়নের জান্টু মেম্বার ও দুলাল মেম্বারকে পলাতক দেখানো হয়েছে। বুধবার(৫আগস্ট) রাতে ওসি(তদন্ত) আরিফ আলীর নেতৃত্বে বদরগঞ্জ থানা পুলিশ পৌর শহরের স্টেশনপাড়ায় অবস্থিত জান্টু মেম্বারের বাড়িতে বসা ওই জুয়ার আসরে অভিযান চালায়। এসময় ৮ জনকে গ্রেফতারের পাশাপাশি নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button