sliderস্থানীয়

বদরগঞ্জে পাট বোঝাই ট্রাক চাপায় নিহত ১

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে পাট বোঝাই ট্রাক চাপায় আজম শেখ(৪৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়ায়। তিনি ওই এলাকার নজরুল শেখের ছেলে। এসময় আহত হন তারাগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়ার ছকমান হোসেনের ছেলে আমিনুল ইসলাম, শওকত আলীর ছেলে জাকারিয়া পেট্রল। এছাড়াও দোলাপাড়ার নিমাই চন্দ্র রায় নামে আরো একজন আহত হন। তবে তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বদরগঞ্জ-রংপুর রোডের চেংমারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- নিহত আজমসহ অন্যরা একই মটরসাইকেলে চেপে রংপুর অভিমুখে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পাটবোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো, ঢাকা-ট-১৩-৩০৯৭) সরাসরি
মটরসাইকেলকে চাপা দেয়। এতে চার মটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজম শেখ মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার।

Related Articles

Leave a Reply

Back to top button