sliderস্থানীয়

বদরগঞ্জে আদিবাসী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে এক আদিবাসী কিশোরী(১২)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে লায়লাতুল বরাত(১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার কাঠ ব্যবসায়ী শাহাবুল ইসলামের ছেলে। গত বুধবার বিকেলে লোহানীপাড়া ইউনিয়নের আদিবাসী পল্লীর শিমুলঝুড়ি এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, ওই আদিবাসী কিশোরী স্থানীয় লোহানীপাড়া হাইস্কুলে ৮ম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে লায়লাতুল বরাত। ওই আদিবাসী কিশোরী বিষয়টি অভিভাবককে জানালে লায়লাতুল বরাত আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে পানি পানের ছলে ওই যুবক আদিবাসীর বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িতে কেউ না থাকায় সে প্রথমে ওই আদিবাসী কিশোরীকে টাকা দেখিয়ে খারাপ প্রস্তাব দেয়। কিন্তু এতে ওই আদিবাসী কিশোরী রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে লায়লাতুল বরাত। এসময় ওই কিশোরীর আর্তচিৎকারে তার মা’সহ এলাকার লোকজন এগিয়ে এসে ওই যুবককে আটক করে থানায় খবর দেয়।
সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় ওই আদিবাসী কিশোরীর মা বাদী হয়ে মামলা করলে লায়লাতুল বরাতকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী।

Related Articles

Leave a Reply

Back to top button