
রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করার লক্ষ্যে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল।রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান দুলু, দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন সেভেনটি, কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহীদুল হক মানিক ও বদরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক লিটন চৌধুরী। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, টুটুল চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
এদিকে আহসানুল হক চৌধুরী টুটুল জানিয়েছেন- আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে লড়বেন। সে লক্ষ্যেই তিনি বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।