আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরনাদায়ী,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং সুনামগঞ্জ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জয়শ্রী হরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসার এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা মো: সেলিম আহমদ। এসময় হরিপুর গ্রামের মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা এবং হরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রধান করেন সেলিম। এসময় সেলিম আহমদ তার বক্তব্যে বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন স্বাধীনতার অনুপ্রেরণাকারী, বাংঙ্গালী জাতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে পেয়ে গর্ভীত বঙ্গবন্ধুর প্রতিটি কাজেই অনুপ্রেরণায় সাহস যোগাতেন। পরে আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।