খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এর নিজস্ব অর্থায়নে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কাকড়াজানে সকল প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করেন।
আজ (২৩ মে)মঙ্গলবার সকালে কাকড়াজান ইউনিয়ন পরিষদ ভবনে এ ফুটবল বিতরণ করা হয়।
এসময় স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শিশুদের মাদক থেকে দুরে রাখতে ও মানসিক মেধা বিকাশের সুযোগ তৈরি করতে কাকড়াজানের ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর হাতে এ ফুটবল তুলে দেন তিনি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়নের সচিব মোঃ আককাছ আহমেদ, হেলাল, সাইফুল, মনির, কায়ছারসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।