sliderশিরোনামশীর্ষ সংবাদ

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টে মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি টাকার অনুদান

মিডল্যান্ড ব্যাংক কতৃর্পক্ষ আজ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টে ২ কোটি টাকার অনুদান প্রদান করেছে। মংগলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস’র চেয়ারম্যান মনিরুজ্জামান খন্দকার এই অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় ব্যাংকের পরিচালক নিলুফার জাফরউল্লাহ সহ সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত এই ট্রাষ্ট থেকে প্রতিবছর মাধ্যমিক থেকে ডিগ্রী পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তি প্রদানসহ দরিদ্র জনগণকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাসস

Related Articles

Leave a Reply

Back to top button