
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার চক্রতলা মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ হাডুডু টুর্নামেন্টে মারুকা ইউনিয়ন বনাম বিটেশ্বর ইউনিয়ন ফাইনাল পর্বে অংশ গ্রহণ করে। খেলায় বিটেশ্বর ইউনিয়ন ৩১-১৮ পয়েন্টের ব্যবধানে মারুকা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ট্রফি বিতরণ করেন সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। টুর্নামেন্টের শেষ খেলার উদ্বোধক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন আহমদ।বিশেষ অতিথি ছিলেন আহমদ পাবলিশার্স এর স্বত্বাধিকারী মেছবাহ উদ্দীন আহমদ,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভুইয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন চৌধুরী, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খোরশেদ আলম টাইগার প্রমুখ।