
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বুধবার দাউদকান্দি উপজেলার চক্রতলা বালুর মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ হাডুডু টুর্নামেন্টে দাউদকান্দি উপজেলার কৃঞ্চপুর ও কচুয়া স্পোর্টিং ক্লাবের তৃতীয় কোয়ার্টার পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে।খেলায় কচুয়া স্পোর্টিং ক্লাব ৭০- ও কৃষ্ণপুর ৫৩ পয়েন্ট অর্জন করে। বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাজ্বী মোঃ নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব । উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টাইগার খোরশেদ আলম বরাবরই মাঠে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যবস্থা করেন । সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,বিশেষ অতিথি বৃন্দের মাঝে মোঃ দুলাল মিয়া,মোঃ আলমাছ প্রধান, হাজ্বী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান মীর, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান ও আব্দুস সালাম খন্দকার উপস্থিত ছিলেন। খেলায় রেফারি ছিলেন প্রাক্তন জাতীয় কাবাডি খেলোয়াড় নাজির আহমেদ সহকারী রেফারি হুমায়ুন কবির এবং ধারা বর্ননায় দর্শক মাতিয়ে রাখেন মোঃ কবির হোসেন।