sliderস্থানীয়

বঙ্গবন্ধু গোল্ডকাপ হাডুডু টুর্নামেন্টে দাউদকান্দি চক্রতলায় সবুজ ছায়া বন্ধু মহলকে হারিয়ে সেমিফাইনালে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: রোববার দাউদকান্দি উপজেলার চক্রতলা বালুর মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ হাডুডু টুর্নামেন্টে দাউদকান্দি উপজেলার দুটি টিম নতুন হাসনাবাদ সবুজ ছায়া ও বন্ধু মহল কোয়ার্টার পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে। এতে সবুজ ছায়া ৬০- বন্ধু মহল ৫০ পয়েন্ট অর্জন করে। বিশিষ্ট সমাজসেবক মোঃ লিটন আব্বাসীর সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টাইগার খোরশেদ আলম বরাবরই সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যবস্থা করেন । সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হালিম মিয়া,আবুল হোসেন ও জুলহাস মিয়া। অতিথি বৃন্দের মাঝে ইকতিয়ার মেম্বার, শহিদুজ্জামান মাসুক ভুইয়া ও আব্দুস সালাম খন্দকার উপস্থিত ছিলেন। যাদের সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে তাঁরা হলেন মুকুল খান,শামীম প্রধান, জাহাঙ্গীর আলম সওদাগর, আক্তার হোসেন, হারুন প্রধান, নাজমুল হক মিঠু,আমিনুল ইসলাম তালুকদার, জাকির প্রধান, শহীদ তালুকদার, মফিজ ভুইয়া,মবিন বেপারী, রুহুল আমিন মুন্সি, গাজী মিয়া,আবুল হোসেন মোল্লা, জাহিদুল ইসলাম ও যোবায়ের হোসেন জনী।খেলায় রেফারি ছিলেন প্রাক্তন জাতীয় কাবাডি খেলোয়াড় নাজির আহমেদ সহকারী রেফারি মকবুল হোসেন এবং ধারা বর্ননায় দর্শক মাতিয়ে রাখেন মোঃ কবির হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button