sliderস্থানীয়

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ধামরাই পৌরসভা জয়ী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট ২০২২ (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় ধামরাই পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ১৭টি দলের খেলা শেষে বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে ধামরাই পৌরসভা বনাম ধামরাই সদর ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলের ব্যবধানে ধামরাই পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমূখ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেনজীর আহমদ এমপি।

Related Articles

Leave a Reply

Back to top button