sliderস্থানীয়

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিতাসে আলোচনা সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১২ আগষ্ট ২০২৩, শনিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -১ সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারতাম। স্বাধীনতা পরবর্তীকালে বহির্বিশ্বে বাংলাদেশের চেয়ে বেশি চিনত বঙ্গবন্ধুকে, তিনি যখন তৎকালীন সময় বহির্বিশ্বের লোকজনের সাথে কথা বলতেন তখন বঙ্গবন্ধুকেই তাঁরা প্রাধান্য দিতেন বেশি। আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং এই আসন সহ সারা দেশেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক -সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভুইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন, তিতাস উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির, সাতানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূর নবী, মজিদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, কলা কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রধান অতিথি নেতৃবৃন্দ সহ বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button