sliderস্থানীয়

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে দেশ উন্নয়ন করে যাচ্ছেন প্রিয় নেত্রী শেখ হাসিনা, সেলিম আহমেদ

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধ: সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা তাহিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা হতে স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতিক পেয়ে আজ থেকেই আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। দিন-রাত পর্যন্ত তৃণমূল নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দোয়ারে দোয়ারে এই প্রচার অভিযান পরিচালনা করে যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও আগামীর উন্নত দেশের সম্বাবনা প্রতিস্রুতি দিয়ে ভোটারদের মন জয়করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রচারকালে তিনি আরও বলেন বর্তমান সরকার ইতিমধ্যেই দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের দিগে নিয়ে যাচ্ছেন। সারা বাংলাদেশের গড়ে গড়ে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। রাস্তা ঘাট, ব্রিজ, কার্লভার্ড,শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবন নির্মাণ করে দিচ্ছেন। হাওর পারের খেটে খাওয়া মানুষের প্রিয় নেতা সেলিম আহমেদ আরও বলেন, দক্ষতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক হিসেবে খেয়াতরী অর্জন করেছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন টিক আর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন আমাদের বর্তমান প্রধান মন্ত্রী নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত উন্নয়শীল পাঁচটি অর্থনীতির মধ্যে অন্যতম একটি রোলমডেল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে এবং এই কাজ একমাত্র শেখ হাসিনার সাহসী দক্ষ নেতৃত্বই সম্পন্ন করতে পারবে অন্য কেউ নয়। তিনি আরও বলেন প্রিয় নেত্রী হাওর এলাকার মানুষের হৃদয়ের কথা বুঝেন, তাই হাওর বাসী উন্নয়নের জন্য আপনাদের পাশে আছেন এবং থাকবেন।

Related Articles

Leave a Reply

Back to top button