sliderস্থানীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদপুরের বোয়ালমারী পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আহ্বায়ক কমিটির সভাপতি ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে নবগঠিত এ কমিটি শ্রদ্ধা নিবেদন করে।
শুক্রবার (১১ আগস্ট) বেলা ১২টায় শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবার আলী, এম এ মতিন, সদস্য ও পৌর কাউন্সিলর জামির আলী, মাকসুদা আক্তার রুমা, সদস্য জাহিদুর রহমান মুন্নু, তোয়েব বিশ্বাস, সালাউদ্দিন মাসুদ, আব্দুর রব , মাসুদ, ভবানী বিশ্বাস, ২ নং ওয়ার্ড আ’ওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন নিলু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানসমূহ পরিদর্শন ও বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য ও স্বাক্ষর করেন নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত, দীর্ঘ ২২ বছর পর বোয়ালমারী পৌর আওয়ামী লীগের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে গত ৩১ শে জুলাই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button