sliderস্থানীয়

বঙ্গবন্ধুর মাজারে ফরিদপুর পৌর আ’লীগের শ্রদ্ধা নিবেদন

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে নবগঠিত আহব্বায়ক কমিটির গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ নভেম্বর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে কর্মসুচি শুরু হয়। এরপর টুঙ্গিপাড়া পৌর অডিটোরিয়ামে পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের আহব্বায়ক শাহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় যুগ্ন-আহব্বায়ক ও ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, নজরুল ইসলাম মৃধা,নুরুল আমিন বাপ্পীসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা পরিচয় পর্ব ও বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জামাত-বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। তাদের মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবাইকে দলের গঠনতন্ত্র মেনে চলতে হবে এর ব্যত্যয় হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করাতে হবে এবং সে লক্ষ্যে এখন থেকে সবাইকে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button