
সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিংগাইর প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুৃর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৯ টায় সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা জাতির জনকের পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামরা করে ১মিনিট নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, দেশ রুপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন, মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ রকিবুল হাসান বিশ^াস, মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহম্মেদ, ভোরের পাতা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, দৈনিক সারাবেলার প্রতিনিধি পীর ইয়াকুব মোল্লা ও আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মমতাজ বেগম এমপি, উপজেলা পরিষদের পক্ষে মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও দিপন দেবনাথ ও পৌরসভার পক্ষে মেয়র আবু নাঈম মোঃ বাশারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।