
সিরাজুল ইসলাম : ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্ব-পরিবারে হত্যাকান্ডে পলাতক ফাঁসির আসামীদের দেশে এনে রায় কার্যকর করতে হবে। সেই সাথে টানা ৪র্থ বারের মত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজিত সাহরাইল বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোসলেম উদ্দিন চোকদারের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নরকীয় হত্যা কান্ডের বিচারকে রুদ্ধ করে রাখা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচারের আংশিক রায় কার্যকর করেছেন। শোক সভার জনস্রোতে মুগ্ধ হয়ে তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে সুখে-দুঃখে পাশে থাকব। আপনারাও আমার সাথে থাকবেন।
উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো.তমিজ উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ জাহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মো. রমিজ উদ্দিন, পৌরসভা প্যানেল মেয়র মো. সমেজউদ্দিন, পৌর কাউন্সিলর মো.কামাল হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মনি, উপজেলা আওয়ামীলীগ সদস্য ওমর আলী প্রামানিক, মকবুল হোসেন মুকুল, এমএ কাদের, সিংগাইর সদর আওয়ামীলীগ সভাপতি মো. নুরুল হক মেম্বার ও সায়েস্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু সায়েম প্রমুখ। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.ফয়জুল ইসলাম খান ফয়েজ, সাবেক উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুনীল চন্দ্র শীল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.সাঈদুর রহমান বেপারি, সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, পৌর যুবলীগের সহ-সভাপতি এসকে মানিক, সাধারণ সম্পাদক মো.জসিমউদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। শোক দিবসের আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে ৪ সহস্রাধিক লোক বিশেষ মোনাজাতে অংশ নেন।