sliderস্থানীয়

বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নির্দেশনা আর বাবার অনুপ্রেরণা নিয়ে কাজ করে যেতে চাই–রেজাউল হাসান রানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : আমি বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নির্দেশনা আর বাবার অনুপ্রেরণা নিয়ে আমি আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলেছেন। শেখ হাসিনার নিদের্শনা মত চলেছেন। আপনারা আমার বাবাকে চেনেন এবং জানেন। দেশের সাথে, দলের সাথে এমনকি কোন ব্যক্তির সাথে আমার বাবা বেঈমানী করেননি। আমি তারই সন্তান। আমিও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।

রেজাউল হাসান রানা। জন্ম ১৯৭৮ সালের ২১ এপ্রিল। রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএসএস পাশ করেছেন। উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, ২০১২-১৪ সালে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ছিলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৪ সালে সারা দেশ ব্যাপি সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক গ্রহন করেন তৎকালিন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মহিত এর হাত থেকে। ২০১৭ সালে দেশ ব্যাপি বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন জাতীয় পুরস্কার গ্রহন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। বাবা আলহাজ¦ এনামুল হক ১৯৭৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, ১৯৯২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি নিয়ামতপুর উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান ছিলেন।

রেজাউল হাসান রানা এ প্রতিবেদককে বলেন, আমি আওয়ামী পরিবারে জন্মগ্রহন করি। জন্ম থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করি। আমি নিয়ামতপুর, পোরশা, সাপাহারকে একটি মডেল উপজেলা তৈরী করতে চাই। এলাকাবাসীর জন্য সততার সহিত কাজ করতে চাই। আমি গর্বিত যে, আমি আওয়ামী পরিবারে জন্ম গ্রহন করেছি। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব উদ্যোগ নেন, কাজ করেন, দিক-নির্দেশনা দেন- আমি সবকিছু দেখি, তাঁকে অনুসরণ করার চেষ্টা করি। ছোট পরিসরে এলাকায় সেসব কাজ করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন ধরে। আমি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ ভেতরে লালন করে আসছি।

তিনি আরো বলেন, আবার বাবা আমৃত্যু আওয়ামীলীগ করে গেছেন, আওয়ামীলীগের কান্ডারী হয়ে দায়িত্ব পালন করে গেছেন। তার কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। আমার বাবা সব সময় আমাদেক বলতো আমি যেন সাধারণ মানুষের পাশে থাকি। শোষিতদের পাশে থাকি। মানুষের ভালো কাজগুলো করি। নিয়ামতপুর পোরশা, সাপাহারের মানুষ পরিবর্তন চায়, আগামী নির্বাচনে তরুন ভোটার একটি বড় ফ্যাক্টর। তাই তরুন ভোটারদের আকাংশা তরুন নেতৃত্ব আসুক। তাদের সাহস, অনুপ্রেরণায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন, আমার প্রাণের সংগঠন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। আমার বিশ^াস বঙ্গবন্ধু কন্যা, আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী জননেত্র শেখ হাসিনার নিয়ামতপুর, পোরশা, সাপাহারের সাধারণ মানুষের মনের চাহিদা উপলব্ধী করে আওয়ামীলীগকে ঐকবদ্ধ রাখতে, আরো শক্তিশাল করতে তরুন নেতৃত্বকে সামনে আনতে আমাকে নৌকা প্রতীক উপহার দিবেন। আর আমিও জননেত্রী শেখ হাসিনাকে কথা দিচ্ছি আমাকে মনোনয়ন দিলে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যাকে নওগাঁ-১ আসনটি উপহার দিবো।

Related Articles

Leave a Reply

Back to top button