বগুড়া প্রতিনিধি : রবিবার (০৮অক্টোবর) বগুড়া সদরের ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জুলফিকার আবু নাছের ইঞ্জিঃ আপেল মাহমুদের পরিচালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ আলহাজ্ব সোলায়মান আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
এ সময় তিনি বলেন নতুন নেতৃত্ব আগামীদিনের আন্দোলন বেগবান করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর একবার যুদ্ধ করতে হবে। আওয়ামীলীগ সরকারের ক্ষমতার এই বছরই শেষ বছর। দেশ ও দেশের মানুষকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনে আজকের এই নতুন নেতৃত্ব অগ্রনী ভুমিকা পালন করবে। দেশে একের পর এক খুন, ধর্ষন, রাহাজানী চলছে সরকার কিছুই করতে পারছে না। কারন জনগণ সরকারের পাশে নেই। আগামী যে কোন সরকার বিরোধী আন্দোলনে সকলে কাধে কাধ মিলিয়ে এক হয়ে রাজপথে নামতে হবে। জনবিচ্ছিন্ন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেনা।
অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনিত বগুড়া পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, একেএম খায়রুল বাসার, শেখ তাহা উদ্দিন নাইন,মনিরুজ্জামান মনি, জেলা সেচ্ছাসেবক দলের যগ্ম আহবায়ক সরকার মুকুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রাসেল মামুন,সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার,হাজেরা বেগম,আকমল হোসেন সজল। আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল বাছেত,মোস্তাফিজার রহমান,আবু জিন্নাহ সাকিদার,আব্দুস সাত্তার,আলীউল রেজা,সারোয়ার হোসেন মুকুল,টিপু সুলতান সেকুল,এনামুল হক উকিল,আব্দুল মালেক,ফরিদ উদ্দিন,যুবনেতা শাহআলম,সুমন সরকার, সামিউল ইসলাম লিসান, যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, সাধারন সম্পাদক পদে ইঞ্জি. আপেল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।