Uncategorized

বগুড়া সদরের গোকুলে সুবিধাভোগী অসচ্ছলদের মাঝে মাসিক ভিজিডি চাল বিতরণ

বগুড়া প্রতিনিধি : বুধবার (২৭ অক্টোবর) সকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সুবিধাভোগী অসচ্ছল ২৪১টি পরিবারের মাঝে মাসিক ৩০কেজি ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এসময় তিনি বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় আপনাদেরকে সব ধরণের সেবা দিতে প্রস্তুত অাছেন, আজ ৩০কেজি করে ভিজিডি চাল ফ্রি পাচ্ছে, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে সরকারের এই উদ্যোগ গৃহণ করছেন। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছেন। তিনি আরো বলেন কোভিড ১৯ করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে নিয়মিত মাক্স ব্যবহার করুন, এবং সাবান পানিতে হাত পরিষ্কার রাখুন।
এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজেরা বেগম, সচিব আজমল হোসেন, ছানোয়ার হোসেন, সাইফুল ইসলাস সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button