সোহাগ মাহবুব: বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের দারিদ্রপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র স্তরের উপরের অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে সেই লক্ষে উপকারভোগী মহিলাকে খাদ্য (চাল) প্রদান করছে ।
মঙ্গলবার সকালে বগুড়া সদরের নামুজা ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরন করেন নামুজা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। ৩০কেজি করে ২শত ২১জন কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাসেল, রিকন সরকার, বজলুর রশিদ, রুবেল আহমেদ, জিন্না, শহিদুল ইসলাম, মান্না, আবু জাফর, মুন্টু, রেবেকা সুলতানা, খায়রন, মিনেআরা বেগম, সচিব সিদ্দিকুর রহমান, উদ্যোক্তা আব্দুর রহিম, দাফাদার জাহেদ আলী, ফজলাল, গোলাম মোস্তফা, ধলু মিয়া, মাহফুজার রহমান, নুর আলম, আব্দুল বারী, লাল্টু মিয়া শ্যামল, বিমল সহ প্রমূখ।