slider
বগুড়ার চাঁদমুহা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন ইউপি সদস্য বজলুর
মোঃ সোহাগ মাহবুব, সংবাদকর্মী বগুড়া : বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ বজলুর রহমান নির্বাচন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান এর উপস্থিতে আনন্দঘন পরিবেশে অভিভাবক সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতির নির্বাচন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন, আব্দুর রহমান, আব্দুস সালাম, নুর আলী, মহিদুল ইসলাম, শাহাদত হোসেন, শরিফুল ফকির, গোলাম মোস্তফা, রাবেয়া বেগম, নুরজাহান বেগম, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওঃ নাসিরুদ্দিন, সহকারী শিক্ষক আব্দুস সবুর, নজরুল ইসলাম, আব্দুল গফুর, আবু তাহের, নিজাম উদ্দিন, শফিকুল ইসলাম, অজয় কুমার, গাজিউল ইসলাম, রাবেয়া খাতুন, বাকি বিল্লাহ, গোলাম মোস্তফা, খলিলুর রহমান, আঃ রশিদ, সাইদুর রহমান সহ অনেকে।