বগুড়া শেরপুরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার

মোঃ লিটন কবির, বগুড়া শেরপুর : বগুড়ার শেরপুরে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। গণধর্ষণের শিকার গৃহবধূ আজমিরা খাতুন (৩০) দক্ষিণ জামুর গ্রামের মোঃ বকুল মিয়ার স্ত্রী।
গণধর্ষণের শিকার গৃহবধূ জানান, গত ১২ জানুয়ারী দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে ওঁত পেতে থাকা ৪-৫ জন মিলে তার মুখ চেপে ফাঁকা জায়গা নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এসময় ঐ গৃহবধূ আব্দুল মান্নান নামের একজনকে চিনতে পারলে মান্নান সহ তার সহযোগীরা গৃহবধূর মাথায় স্ব জোরে আঘাত করে। আঘাতের কারণে তার মাথা ফেটে মগজ বেরিয়ে আসার উপক্রম প্রায়।
প্রাথমিকভাবে জানা যায় লম্পট আব্দুল মান্নান একই এলাকার মৃতঃ জব্বার হোসেনের ছেলে এর ছেলে।
এবিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ গুলশানা ধর্ষণের সত্যতা স্বীকার করেন এবং গৃহবধুর বর্ণনায় প্রাথমিক চিকিৎসায় তিনি বলেন আঘাতের কারণে তার মাথা ফেটে মগজ দেখা যাচ্ছে এবং বের হয়ে আসার উপক্রম হয়েছে। গৃহবধুর অবস্থা অত্যন্ত খারাপ উন্নতি চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, জরুরী বিভাগে চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার তিনি জানান আমরা অভিযানে আছি এ বিষয়ে পরে জানানো হবে