sliderশিরোনামস্থানীয়

বংশী নদীতে ডুবে ১০ গরুর মৃত্যু

ট্রলারডুবে ১০টি গরু মারা গেছে সাভারে বংশী নদীতে। তবে ট্রলারের মাঝি ও ব্যাপারীরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ সময় ট্রলারটিতে থাকা আরো প্রায় ৩০টি গরুকে রক্ষা করা গেছে। শনিবার দুপুর ২টার দিকে সাভারের উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে গরুগুলো হারিয়ে নদীর তীরে বসে ব্যাপারীদের আহাজারি করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী মো. হৃদয় খান জানান, ব্যাপারীরা মানিকগঞ্জের সিংগাইর থেকে ট্রলারে করে ৪০টি গরু নিয়ে বংশী নদী দিয়ে গাবতলীর পশুর হাটে যাচ্ছিলেন। উলাইলের কর্নপাড়া এলাকায় হঠাৎ করে ট্রলারটি কাত হয়ে উল্টে ডুবে যায়। এ সময় ব্যাপারীরা ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ১০টি গরু মারা যায়। পরে মরা গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button