ফ্রান্সের দূতকে ডেকে পাঠালো ইরান
প্যারিসের বাইরে গত সপ্তাহান্তে ইরানের নির্বাসিত বিরোধী গ্রুপ সমাবেশ করায় তেহরান ফ্রান্সের দূতকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে। বুধবার কূটনৈতিক সূত্র একথা জানায়।
ন্যাশনাল কাউন্সিল অব রেজিসটেন্স ইন ইরান (এনসিআরআই) দাবি করে বলেছে, ইরানের প্রায় এক লাখ নাগরিক শনিবার প্যারিসের কাছে লি বার্গেতে বার্ষিক সমাবেশ করে। এই গ্রুপে ইরানের সাবেক বিদ্রোহী সংগঠন পিপলস মুজাহেদীন অব ইরানের (এমইকে) সদস্যরাও রয়েছে।
সরকারি সংবাদ মাধ্যম জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা আবুলকাশেম ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঙ্কোইজের কাছে হস্তান্তর করা এক বার্তায় বলেন, ‘যাদের হাত ইরানী জনগণের রক্তে রঞ্জিত তাদের এই সমাবেশ গ্রহণযোগ্য নয়।’
১৯৮০ থেকে ’৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ কালে সাদ্দাম হোসেনের সরকারের পাশে দাঁড়ানোয় তেহরান এমইকের কঠোর সমালোচনা ও তিরস্কার করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ১৯৯৭ সালে সংগঠনটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।