slider

ফেসবুকে লোভনীয় পোষ্টের ফাঁদে ফেলে প্রতারনার, টাকা উদ্ধার

নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি: ফেসবুকে প্রতারণার ফেলে লোভনীয় অফার দেখিয়ে টাকা আত্মসাৎ করে এক প্রতারক চক্র মঠবাড়িয়া থানার ফজলুল হক এর মেয়ে তন্নী আক্তার এ প্রতারণা শিকার হয় পিরোজপুর জেলা পুলিশ তার অভিযোগের ভিত্তিতে উদ্ধারকৃত ৩০,০০০ টাকা উদ্ধার করে ফেরত প্রদান করেন। তন্মী আক্তার গত ৮/৯/২০২৪ তারিখে ফেইজবুকে “ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার” পেইজে ফার্নিচারের লোভনীয় পোস্ট দেখে ১ টি সেগুন কাঠের খাট, ১টি সেগুনের ওয়াল সুকেজ, ১টি ওয়ারড্রপ, ১টি ড্রেসিং টেবিল বাবদ বিভিন্ন সময় ৩০,২৫৯ টাকা প্রদান করেন। উক্ত পন্য গুলোর বাজার মূল্য আনুমানিক ১৫০,০০০ টাকা ।

প্রতারকচক্র ডেলিভারী ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক সেজে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে এবং পণ্যের ডেলিভারীর ছবি প্রেরণ করে ভিকটিমের আস্থা অর্জন করে প্রতারণা করতে থাকে। এরুপ অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন তথ্য প্রযুক্তি সহায়তায় নড়াইলের কালিয়ায় প্রতারক চক্রকে সনাক্ত করতে সক্ষম হন এবং ভুক্তভোগির ৩০,০০০ টাকা উদ্ধার করেন। দ্রুতই প্রতারক চক্রকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত প্রতারক চক্র নড়াইল সদর, কালিয়া, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকোরিয়া ইত্যাদি এলাকায় বসে অনলাইনে লোভনীয় পোস্ট দিয়ে, পন্য কুরিয়ারের ছবি দিয়ে ও ডেলিভারী ম্যান পরিচয় দিয়ে মানুষের আস্থা তৈরি করে ফাঁদে ফেলে মানুষের টাকা হাতিয়ে নেন। প্রতারকচক্র বাজারমূল্য থেকে অনেক কম দামে বিভিন্ন পন্যের মূল্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এ ব্যাপারে পুলিশ সুপার সাংবাদিকদের কে জানান অনলাইনে মুখরোচক ও লোভনীয় পোস্ট দেখে পন্য অর্ডারে আরো সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানান। কেউ এধরনের ডিজিটাল প্রতারনা বা হয়রানির শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলে জেলা পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button