sliderবিনোদন

ফের বিয়ে করছেন ফারহান আখতার!

ফের বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা ও ছবির পরিচালক ফরহান আখতার। অধুনা আখতারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার পর ফারহান এবার বিয়ে করতে চলেছেন বহুদিনের বান্ধবী শিবানি দান্ডেকরকে।
প্রায় ১৬ বছর ধরে অধুনার সঙ্গে সংসার করেছিলেন ফারহান। কিন্তু নানা মনোমালিন্য ছিল অধুনা ও ফারহানের মধ্যে। অবশেষে ২০১৬ সালে অধুনার সঙ্গে ডিভোর্স হয় ফারহানের।
অধুনার সঙ্গে ডিভোর্স হওয়ার পর পরই কখনও অদিতি রায় হায়দরি, তো কখনও শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম জড়িয়ে ছিল ফারহানের। তবে সেই সব গুঞ্জন নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি।

শিবানি দান্ডেকর

শিবানি পেশায় মডেল। ফারহান আখতারের বহুদিনের বন্ধু তিনি। জানা গেছে, অধুনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই নাকি শিবানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ফারহান।
শোনা গেছে, ২০১৯ সালে বিয়ে করবেন ফরহান আখতার। এমনকী, দুই বাড়ির মধ্যে পাকা কথা হয়েও গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button