sliderজাতীয়শিরোনাম

ফের ক্ষমতায় এলে তারেককে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান ও তার মা ২১ আগস্টের হত্যার সঙ্গে যে জড়িত ছিল, এতে কোনো সন্দেহ নেই। সাজা যখন হয়েছে, তারেক রহমানকে শাস্তি ভোগ করতে হবে। আগামীতে ক্ষমতায় এলে তাকে দেশে এনে সাজা কার্যকর করা হবে।
বুধবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের এমপি বেগম ফজিলাতুন নেসা বাপ্পির সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করছি। আল্লাহ যদি চান, আগামী নির্বাচনে যদি আবার আমরা ফিরে আসতে পারি, এর মাঝে অবশ্যই আমরা তাকে ফিরিয়ে আনতে পারব। শাস্তি দিতে পারব।
অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। তবে যারা রাজনৈতিভাবে জোট করেছে, তাদের আমি স্বাগত জানাই। কারণ আমি মনে করি সকলেরই রাজনীতি করার অধিকার রয়েছে। এতে গণতন্ত্রে ভিত আরও শক্ত হবে। তবে যারা জোট করেছে, তাদের অনেকে মানুষের প্রতি সম্মন রেখে কথা বলতে পারছেন না। নারী বিদ্ধেষী মনোভাব তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। আশা করি তারা আরও সহনশীল হবেন।
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আবার ক্ষমতায় এলে দুর্নীতি, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মানুষের মৌলিক চাহিদা পুরণে নেয়া কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button