sliderস্থানীয়

ফেন্সিডিল সহ আটক যুবলীগ নেতার বহিষ্কার দাবিতে দাউদকান্দি মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গত পরশু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব ১১-এর হাতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ তিনজন একশো বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট গাড়ি সহ আটক হয়, এবং একটি মামলা রুজু হওয়ার ঘটনায় গতকাল বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন যুবলীগ। ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফেনসিডিল সহ আটক আব্দুল কাদেরকে সংগঠন থেকে বহিষ্কারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা এনামুল হক মুন্সি (রিপন), বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক,দাউদকান্দি উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিতুল, ইউনিয়ন সভাপতি নেওয়াজ শরীফ, যুবলীগ নেতা মনিরুল হক, শওকত সরকার, সাইফুল খান,ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন, মোঃ রাজীব প্রমুখ। এছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Back to top button