sliderস্থানীয়

ফেনীর ৫ পৌরসভার মেয়র পদে ১৮ টি মনোনয়ন ফরম সংগ্রহ

ফেনী প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী নিশ্চিতে বুধবার (২ ডিসেম্বর) বিকাল হতে আবেদন ফরম বিক্রি শুরু করেছে দলটি।
বিক্রির প্রথম দিনে ৫ পৌরসভায় মেয়র পদে ১৮জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ গঠিত মনোনয়ন বোর্ডের সদস্য সচিব একে শহীদ উল্যাহ খোন্দকার।
বুধবার বিকালে কলেজ রোডে দলের অস্থায়ী কার্যালয়ে মেয়র পদে আবেদনপত্র সংগ্রহ করতে নিজ সমর্থকদের নিয়ে হাজির হয়েছেন প্রার্থীরা। মেয়র পদে প্রার্থীদের চোখে মুখে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ। তবে সমর্থকদের মধ্যে বিরাজ করছিল আনন্দের আমেজ। নিজ নিজ সমর্থকদের নিয়ে আবেদন সংগ্রহ করতে আসেন প্রার্থীরা।
শহীদ খোন্দকার জানান, মেয়র পদে সর্বপ্রথম দলীয় আবেদন সংগ্রহ করেন ফেনী পৌরসভার বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন। একই পৌরসভার প্রার্থী হতে আবেদন সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন সেন্টু।
অন্যদিকে দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া হতে ৫জন করে মোট ১৫জন প্রার্থী আবেদন ফরম কিনেছেন।
দাগনভূঞা হতে বর্তমান মেয়র ওমর ফারুক খান, পৌর আওয়ামী লীগ সভাপতি খায়েজ আহাম্মদ, আবুল কায়েস রিপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হুদা হুদন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নুর ইসলাম আবেদন ফরম নিয়েছেন।
অন্যদিকে ছাগলনাইয়া হতে আবেদন ফরম নিয়েছেন বর্তমান মেয়র মোঃ মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাবেক সভাপতি সামছুদ্দিন মজুমদার ভুলু, কাজী মোঃ গোলাম ফারুক ও সাবেক ছাত্রলীগ নেতা মির্জা জাহাঙ্গীর।
সোনাগাজী আবেদন ফরম সংগ্রহ করেছেন এফ এম মনজুরুল হক এ্যাপোলো, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার শরীয়ত উল্যাহ রনি, নুর আলম মিষ্টার, বর্তমান কাউন্সিলর নুর নবী লিটন ও জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন ভূঞা আরিফ।
পরশুরাম হতে বর্তমান মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ছাড়া আর কেউ আবেদন ফরম নেন নি।
ফেনী পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী জানান, আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে আমাদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগে গণতান্ত্রিক ধারা বিরাজমান। তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থীতা নির্ধারণ তা প্রমাণ করে।
গত (১ ডিসেম্বর) ফেনীর ৫টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র গ্রহণের জন্য তারিখ ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাষ্টার আলী হায়দারকে আহ্বায়ক, সাবেক দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খোন্দকারকে সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ সদস্য করে মনোনয়ন বোর্ড গঠন করা হয়।
শহীদ খোন্দকার জানান, তৃণমূলের ভোটেই ফেনীর ৫টি পৌরসভায় আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীতা নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের ভোটের ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নাম দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে পাঠানো হবে।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মত বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আবেদন হতে মেয়র পদে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button