
ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রায়ের বাজার পোস্ট অফিস গলিতে অবস্থান নেয়। ওই গলির একটি বাসা থেকে বের হওয়ার সময় বকুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদ্বিপ কুমার দাস জানান, তার বিরুদ্ধে অন্তত ২৩টি মামলা রয়েছে।
এদিকে গ্রেফতারের পর বকুলকে বিকেলে ফেনী এনে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। বকুল গ্রেফতারের খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন।