পতাকা ডেস্ক: ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত ও গৃহহারা ২ হাজার পরিবারের জন্য আজ এবি পার্টির পক্ষ থেকে তিন বেলা রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ফেনী জেলার সদর উপজেলাধীন শর্শদি উচ্চ বিদ্যালয়ে বেলা ১২ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বন্যার যে ভয়াবহ ক্ষতি সাধিত হয়েছে তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুণর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষের অকাতরে দেয়া সহযোগিতা ও আন্তর্জাতিক মহলের সহমর্মিতাকে সমন্বিত করে অতিদ্রুত চিকিৎসা ও পুণর্বাসন কর্মকান্ড হাতে নেয়ার জন্য দলের পক্ষ থেকে দাবি জানান তিনি। এর আগে এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্যাদূর্গত এলাকা সমূহ পরিদর্শন করেন এবং বিপন্ন মানুষের দূ:খ দুর্দশা স্বচক্ষে অবলোকন করেন ও তাদের ব্যথিত হৃদয়ের কথা শোনেন। তারা দলের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে অবস্থিত কেন্দ্রীয় ত্রাণ ভান্ডারে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম অঞ্চলের দূর্গত মানুষদের জন্য বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। ত্রাণ কার্যক্রম পরিচালনা ও দূর্গত এলাকা পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহআলম বাদল, অ্যাডভোকেট শরণ চৌধুরী এবি পার্টি ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, কোষাধ্যক্ষ মাস্টার শাহ আলম শাহীন সুলতানি, প্রচার সম্পাদক হাবীব মিয়াজী ও এবি যুব পাটির ফেনী জেলার অন্যতম নেতা ইব্রাহীম সোহাগ সহ প্রমুখ।