
ফেনী প্রতিনিধি : ফেনীতে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি-জামায়াতের ৪৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনী মডেল থানায় ৪টি, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় ৪টি, পুলিশের দায়ের করা ৮টি মামলায় এজাহারনামীয় ৮১ জনকে আসামি করা হয়েছে। গতকাল দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ফেনীতে হরতালে শহরের ইসলামপুর সড়কে বিএনপি হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারনামীয় ১৬ জনকে ও অজ্ঞাত বিপুল সংখ্যককে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তারা কেউ এজাহারনামীয় আসামি না। বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম বলেন, গত রোববার রাতে মুন্সীরহাট বাজারে মোটরসাইকেলে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, রোববার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার দুলামিয়া কটন মিলের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে জামায়াতের নেতাকর্মীরা।