sliderস্থানীয়

ফেনীতে করোনা শনাক্তের সংখ্যা ৮৯২ জনে দাড়িয়েছে

ফেনীতে আরো ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানান। সর্বশেষ তথ্যানুযায়ী ফেনীতে এখন পর্যন্ত ৮৯২ জনের দেহে করোনা পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৫৫ জনের প্রতিবেদন আসে। সেখানে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৫ জন, দাগনভূঞায় ৩ জন, সোনাগাজীতে ২ জন, ছাগলনাইয়ায় ৩ জন ও ফুলগাজীতে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত ৫ হাজার ১৪৪ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮৯২ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৫১ জন, সোনাগাজীতে ১৫০ জন, দাগনভূঞায় ১৮৬ জন, ছাগলনাইয়ায় ১১২ জন, ফুলগাজী ৪৪ জন ও পরশুরামে ৩৬ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে।
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন গেছেন ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button