
অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে জেলার দাগনভূঁঞার মোল্লাঘাটায় মেসার্স রূপালী কেমিক্যালস নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উক্ত আদালত পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন। এ সময় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো: শাহান।
বিএসটিআই এই ফিল্ড অফিসার জানান, ওই প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স (সার্টিফিকেট মার্কস) গ্রহণ না করে কয়েল উৎপাদন করছিল। একইসাথে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা ব্র্যান্ডের মশার কয়েল বিক্রয় ও বিপণন করছে। এসব অপরাধে নির্ধারিত আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে নিয়মিত অভিযান চলবে।
সূত্র : বাসস