
ক্যান্সারের অপারেশন করতে গিয়ে ডাক্তাররা রোগীর ফুসফুসে আবিষ্কার করলো একটি দেবদারু গাছের চারা।
আরটম সিডরকিন নামে ২৮ বছর বয়সী রাশিয়ান ওই রোগীর ফুসফুসের ওই গাছটি লম্বায় ৫ ইঞ্চি। ডাক্তার প্রথমে এটাকে টিউমার মনে করেছিল। ডাক্তাররা মনে করছেন হয়তো নিঃশ্বাসের সাথে ওই গাছের বীজটি সিডরকিনের ফুসফুসে চলে যায়। বুকে তীব্র ব্যাথা ও কফের সাথে রক্ত বের হচ্ছিল সিডরকিনের। তাই ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তাররা এটাকে ফুসফুসের ক্যান্সারই মনে করেছিল।
কিন্তু অপারেশন করতে গিয়ে তো ডাক্তারের চোখ কপালে। বার বার পর্যবেক্ষণ করছিলেন সেটি। এরপর সাহায্যকারীদের দেখালেন সেটি।
বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করেছে রাশিয়ার নিউজ এজেন্সি নবোসতি। সূত্র: ডেইলি মেইল