sliderরাজনীতিশিরোনাম

ফুলের মতো পবিত্র মানুষগুলোই জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

পতাকা ডেস্ক: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে পথসভা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
কুড়িগ্রামের রাজারহাট বাজার, ত্রিমোহনী,যাত্রাপুর বাজার,পাটেশ্বরী বাজার, সুলকুরবাজার,কাশিবাজার ও ফুলবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোর প্রধান অতিথি ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,
সভাপতিত্ব করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,ফুলের মতো পবিত্র মানুষগুলোই জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যত বিক্রি করে দিয়েছে। চাউল-ডালের ন্যায্য মূল্য নির্ধারণ না করতে পারার কারণে কুড়িগ্রামের কৃষকরা আজ সম্মানিত জীবনযাপনের বদলে রিকশা চালকে পরিণত হয়েছে। আমি সেই সব কৃষক ভাইদের বলতে চাই, পুরনো রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন,নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা অধিকার ফিরিয়ে পেতে চান, নাকি দাসত্বের জীবন চান। যদি আপনারা গুন্ডাদেরকে নির্বাচিত করেন, তাহলে সারাজীবন ভুগতে হবে।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন,বাংলাদেশের পতাকার প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে আনবো। এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, এবি পার্টির ছায়াতলে আসুন। নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতি করি, বিবেকের রাজনীতি করি। ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতি করি।তিনি উপস্থিত জনতাকে আহ্বান জানিয়ে বলেন,কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডা. নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরীবের ডাক্তার, জনগণের পাশে থাকা মানুষ। তাকে বিজয়ী করে নতুন রাজনীতির পথে সামিল হোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button