ফুলবাড়ী মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী গড় ইসলামপুর দারুস সালাম হাফিজিয়া ক্বাওমি মাদরাসা লিল্লাহ বোডিং ও এতিম খানা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামে মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আবুল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সাবেক শিক্ষা সচিব মো: আমিনুল হক সরকার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু,পৌর প্যানেল মেয়র মো: মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ, সাবেক কাউন্সিলর মো: নজরুল ইসলাম, মো: আবুল বাশার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।