এ আর লিমন, কুড়িগ্রাম,প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি স্কুলটি পরিদর্শন করেন । পরিদর্শন কালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার ইউএনও কার্যলায়ের প্রাশাসনিক কর্মকর্তা নূরনবী সরকার।
এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, লাইব্রেরী, শিক্ষা উপকণ পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করন। কুশল বিনিময় শেষে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
পৃথকভাবে ভাঙ্গামোর ইউনিয়ন পরিষদ ও নগরাজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন শেষে এসময় তিনি পরিদর্শন বইয়ে ১৯৩৩ সালে স্থাপিত ঐতিহ্যবাহী শিশু প্রতিষ্ঠানটির পড়ালেখা মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ।
পরিদর্শন কালে স্কুলের সাবেক সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু,প্রধান শিক্ষক রেদওয়ানুর রহমান, দাতা সদস্য নুর হোসেন সরকার সহ অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।