sliderস্থানীয়

ফুলবাড়ীতে বিট পুলিশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যা নিরোধ কল্পে ফুলবাড়ী থানা পুলিশের নাওডাঙ্গা বিট এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছ।
রবিবার ১৩ মার্চ বিকাল সাড়ে ৫ টায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আরফিন, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু হানিফ, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বন্ধন, জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমূখ।
উঠান বৈঠকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ, ফুলবাড়ী থানা পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তব্যকালে ফুলবাড়ী থানার (ওসি) ফজলুর রহমান বলেন, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও আত্মহত্যা নিরোধ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এসব রোধে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন।আমরা সকলে মিলে এই নাওডাঙ্গা ইউনিয়নকে অপরাধ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button