sliderস্থানীয়

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রখানা কদমতলা নামক স্থানে সীমান্ত এলাকা থেকে আসা দুই যুবকের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় ফিটিং করা তিন কেজি গাঁজা উদ্ধারসহ চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার সরশি সোনাতলা গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে পলাশ (২৩) ও একই উপজেলার পশ্চিম সাধুপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ইকবাল হোসেন (২৪)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গাঁজাসহ আটক আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button