মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী শাখার সভাপতি মো: নাজিম উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন মো:আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা:নিরু ছামছুন্নাহার, দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম প্রমুখ।