নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ফুটবল একাডেমিকে ফুটবল উপহার দিয়েছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া-গুরুদাসপুর সার্কেল) মো. জামিল আকতার।
শনিবার রাত ১০টায় নিজ কার্যালয়ে ফুটবল উপহার দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ধারাবারিষা ফুটবল একাডেমির ম্যানেজার মোঃ মাসুদুর রহমান, কোচ মো. ইলিয়াস কাঞ্চন, একাডেমির খেলোয়াড় মো. জনি।
এএসপি জামিল আকতার বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। অপরাধমূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। খেলাধুলার সম্প্রসারণ ঘটাতে তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।