sliderস্থানীয়

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সিংড়ায় মুসল্লিদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি :নাটোরের সিংড়ায় ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম’আ পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মুসল্লিরা বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। পরে সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদের ব্যানারে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বাসস্ট্যান্ডে ফিরে এসে পেট্রোল পাম্পের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মাদানি, সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদের সভাপতি মাওলানা আকরাম হোসেন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি জাকারিয়া মাসউদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Back to top button