sliderবিবিধশিরোনাম

ফিলিস্তিনি সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক

কিছুদিন আগে ইজরাইলের সঙ্গে একটি চুক্তি সই করেছে ফেসবুক। ওই চুক্তির কয়েক দিনের মাথায় ফিলিস্তিনের দুটি সংবাদ মাধ্যমের অন্তত সাতজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
শেহাব নিউজ এজেন্সির চারজন সম্পাদক এবং কুদস নিউজ নেটওয়ার্কের তিনজন সাংবাদিকের ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। শেহাব নিউজের ফেসবুক পেজে মোট ৭০ লাখের মতো লাইক আছে আর কুদস নিউজ নেটওয়ার্কের পেজে লাইক আছে ৫০ লাখের বেশি।
কুদস নিউজ নেটওয়ার্কের অনুবাদক এবং প্রতিবেদক নাসরিন আল খতিব সংবাদ মাধ্যমকে বলেছেন যে, তার প্রতিষ্ঠান মনে করে ইজরাইলের সঙ্গে চুক্তির পরই মূলত তাদেরকে লক্ষ্য বানিয়েছে ফেসবুক এবং এর পিছনে কলকাঠি নাড়ছে ইজরাইল।
আল খতিব সংবাদ মাধ্যমকে জানান যে, কুদস নিউজ নেটওয়ার্ক মূলত বিনোদন এবং আন্তর্জাতিক খবর নিয়ে কাজ করে এবং প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত। তিনি দাবি করেন, কুদস নিউজ নেটওয়ার্ক এমন কিছু প্রকাশ করে না যা ফেসবুক কমিউনিটি স্টান্ডার্ড লঙ্ঘন করে। তারপরও তাদেরকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনজনের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার পর কুদস নিউজ নেটওয়ার্ক ফেসবুকের কাছে অ্যাকাউন্ট বন্ধ করার কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। উত্তরে ফেসবুক ক্ষমা চায় এবং জানায় যে, ভুলে তারা অ্যাকাউন্টগুলো বন্ধ করে ফেলেছিলো। পরে কুদস নিউজের তিনজনের অ্যাকাউন্ট খুলে দেয়া হয়।
শেহাব নিউজও প্রায় একই পথে হেঁটে ফেসবুকে অভিযোগ জানায়। কিন্তু ফেসবুক এখনো তাদের একজনের অ্যাকাউন্ট খুলে দেয়নি বলে জানা গেছে। এ ঘটনায় একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তাদের মতামত জানতে চায়। কিন্তু ফেসবুক তাদেরকে কোনো সাড়া দেয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button