আন্তর্জাতিক সংবাদশিরোনাম
ফিলিস্তিনি ধনকুবেরকে আটক করেছে সৌদি আরব

ফিলিস্তিনি ধনকুবের সাবিহ আল মাসরিকে আটক করেছে সৌদি আরব। ব্যবসার কাজে রিয়াদে এক সফরে যাওয়ার পর তাকে আটক করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
৮০ বছর বয়সী সাবিহ জারা ইনভেস্টমেন্ট হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা এবং আরব ব্যাংকের চেয়ারম্যান। রাই আল ইউন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। তিনি সৌদি আরব এবং জর্ডানেরও নাগরিক। আল জাজিরা।