সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তান দলের সিনিয়র ক্রিকেটার ইউনিস খান। ফলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের ১৫ সদস্যের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন নির্বাচকরা।
৩৮ বছর বয়সী ইউনিস পাকিস্তান ক্রিকেট দলের সর্বোচ্চ টেস্ট রানের মালিক। ১০৮টি টেস্টে অংশ নিয়ে তিনি সংগ্রহ করেছেন ৯ হাজার ৪৫৬ রান। দুবাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ইউনিস। যে কারণে ওই টেস্টে অংশ নেয়া হয়নি তার। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন দলের একমাত্র নতুন সংযোজন হচ্ছেন ইউনিস খান। তিনি বলেন, ‘বর্তমান স্কোয়াডের পারফর্মেন্সে আমরা পুরোপুরি সন্তুষ্ট। সুতরাং ইউনিসকে অন্তর্ভুক্ত করা ছাড়া দলে কোন পরিবর্তন আনার প্রয়োজন দেখছিনা।’
তার এই ঘোষণার ফলে এটি নিশ্চিত হয়ে গেছে যে ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও শান মাসুদের দলে ফেরার কোন সম্ভাবনা এই মুহূর্তে নেই। দুই জনেই গত আগস্টে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সময় বাদ পড়েছিলেন।
দুবাইয়ে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট টি দিবা-রাত্রির ফর্মেটে খেলছে দুই দল।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২১ অক্টোবর আবুধাবিতে। আগামী ৩০ অক্টোবর শারজায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
স্কোয়াড : মিসবাহ-উল- হক (অধিনায়ক), আজহার আলী, সামি আসলাম, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির, সোহেল খান, ইমরান খান, রাহাত আলী ও জুলফিকার বাবর।