
ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : লামার ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমে ফানুস উড়িয়ে বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্ণিমার আনুঠানিক উদ্বোধন করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান।
আজ ৯ অক্টোবর ( রবিবার) বিকাল ৪ টায় লামা উপজেলার ইয়াংছায় জীনামেজু অনাথ আশ্রমে প্রধান অতিথি হিসেবে তিনি আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই পোয়ের আনুষ্ঠানি উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার, আজ এই জীনামেজু অনাথ আশ্রমে এসে তা উপলব্ধি করতে পেরেছি। অনাথ শিশুদের এত সুন্দর পরিবেশ, আচরণ, উপস্থাপনা দেখে আমি মুগ্ধ। তিনি জীনামেজু অনাথ আশ্রমের ভিক্ষু জাওমানা ভিক্ষুকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতি উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চান। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ প্রেম নিয়ে সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে মানবাধিকার কর্মী ও প্রবীণ সাংবাদিক রুহুল আমিন, বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ভিক্ষু জাওমানা, জীনামেজু অনাথ আশ্রমের জমি দাতা, সাংবাদিক ইলিয়াছ সানি, মৌজা হেডম্যান, পাড়া কারবারি, প্রমুখ উপস্থিত ছিলেন।